Home » ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন ইন্তেকাল করেছেন

ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন ইন্তেকাল করেছেন

কর্তৃক xVS2UqarHx07
318 ভিউজ

আজকের মেহেরপুর ডেক্স:

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন (৮৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে এক মাস ধরে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্যা গুণাগ্রাহী রেখে গেছেন।

মরহুমের একমাত্র জামাতা অ্যাড. মোখলেসুর রহমান স্বপন জানান, শুক্রবার বাদ জুম্মা মেহেরপুর হোটেল বাজার জামে মসজিদ প্রাঙ্গনে জানাযা শেষে পৌর কবরস্থানে দাফন করা হবে।

বর্ণাঢ্য রাজণীতিক , ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনের মৃত্যুতে এক অপূরণীয় ক্ষতি হলো মন্তব্য করেছেন বিভিন্ন জন। তাঁর এ মুত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনি এমপি, জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান, মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাহবুবুল হক পলেন, সাধারণ সম্পাদক আতিক স্বপন, আজকের মেহেরপুর প্রধান সম্পাদক আকতারুজ্জামান, আজকের মেহেরপুর সম্পাদক ও প্রকাশক সেলিম রেজা সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গরা।

০ মন্তব্য

You may also like

মতামত দিন