Home » ভূরুঙ্গামারীতে সাজা প্রাপ্ত ও ওয়ারেন্ট ভূক্ত ১১ মামলার আসামী আটক

ভূরুঙ্গামারীতে সাজা প্রাপ্ত ও ওয়ারেন্ট ভূক্ত ১১ মামলার আসামী আটক

কর্তৃক xVS2UqarHx07
221 ভিউজ

আজকের মেহেরপুর ডেক্স:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৫ মামলার সাজা প্রাপ্ত ও ৬ মামলার ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামীকে আটক করেছে পুলিশ। আটককৃত ওই ব‍্যক্তির নাম মহসিন মিয়া (৪৫)|

সে উপজেলার পাথরডুবি ইউনিয়নের দিয়াডাঙ্গা গ্রামের কামরুল ইসলাম ছেলে। গত বৃহস্পতিবার রাতে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল ঢাকার রামপুরা থেকে তাকে আটক করে।

পুলিশ জানায় আটক মহসিন এর বিরুদ্ধে চেক জালিয়াতি ও অর্থ প্রতারণাসহ ১১টি মামলা রয়েছে। এর মধ্যে ৫টি মামলায় সাজা প্রাপ্ত ও ৬টি মামলার গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, ২০১৩ সালে মহসিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর থেকেই সে পলাতক ছিল।

তথ‍্য প্রযুক্তি ব‍্যবহার করে তাকে ঢাকার রামপুরার একটি বাসায় অভিযান চালিয়ে আটক করা হয়েছে। আজ শূক্রবার সকালে তাকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন