Home » মজমপুর কোমরপুর সড়কে মোটরসাইকেল সড়ক দুর্ঘটনায় আহত ১ ।

মজমপুর কোমরপুর সড়কে মোটরসাইকেল সড়ক দুর্ঘটনায় আহত ১ ।

কর্তৃক ajkermeherpur
53 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

বৃহস্পতিবার রাতে মেহেরপুর – মহাজনপুর সড়কের কোমরপুর( বিলিয়নারদের গ্রাম নামে খ্যাত) গ্রাম নামক স্থানে মটরসাইকেল দূর্ঘটনায় কোমরপুর গ্রামের আলিহীম মন্ডলের পুত্র মন্টু মন্ডল ডান পায়ের হাটু থেকে পা বিচ্ছিন্ন হয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন