ঝিনাইদহ প্রতিনিধি মোঃরমজান আলী:
মহেশপুর পৌরসভার পোস্ট অফিস পাড়ার প্রবীণ শিক্ষক আব্দুস সোবহান ( ৭২) আজ ভোর রাতে নিজ বাসভবনে
হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী পুত্র কন্যা নাতি নাতনি ভাই আত্মীয় স্বজন সহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। আজ সকাল সাড়ে এগারোটায় মহেশপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জদুল ইসলাম সাজ্জাদ, হুমায়ন কবির, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুস সেলিম, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস ছাত্তার,আব্দুর রহিম, ইউনুস আলী, সাবেক কাউন্সিলর সোহাগ খাঁন,মরহুমের একমাত্র পুত্র, সাংবাদিক হাসান আলী সহ শিক্ষক ছাত্র সুধীজন উপস্থিত ছিলেন।