Home » মহেশপুরে ইয়াবাসহ ১জনকে আটক করেছে র‌্যাব-৬

মহেশপুরে ইয়াবাসহ ১জনকে আটক করেছে র‌্যাব-৬

কর্তৃক xVS2UqarHx07
171 ভিউজ

ঝিনাইদহ প্রতিনিধি মোঃ রমজান আলী:

ঝিনাইদহে মহেশপুরে র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মাসুদ হায়দারের দিকনির্দেশনা গোপন সংবাদের ভিত্তিতে একটি চৌকস দল অভিযান চালিয়ে উপজেলার খালিশপুর বাজারের পূর্বাশা কাউন্টার থেকে সুন্দরপুর গ্রামের চান মিয়ার ছেলে নুরুল ইসলাম ওরফে সজল (৫৫) নামের এক ব্যক্তিকে ৪৫ পিস ইয়াবাসহ আটক করেছে র‌্যাব-৬।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যার সময় তাকে আটক করা হয়।

র‌্যাব-৬ এর এক প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানা যায়, গোপন সাংবাদের ভিত্তিতে ঝিনাইদহ র‌্যাব-৬ এর একটি দল ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন খালিশপুর এলাকায় কতিপয় ব্যক্তি মাদক ক্রয়-বিক্রয়ের জন্য
অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে অভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন খালিশপুর পূর্বাশা পরিবহন কাউন্টারে সামনে অভিযান পরিচালনা করলে র‌্যাব উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। এ সময় ২ শত ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট, দুটি সিমকার্ড, একটি মোবাইলসহ নগত ৮ শত টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন