Home » মহেশপুরে গাজীরন ইমান আলী সাহিত্য পরিষদের যাত্রা শুরু

মহেশপুরে গাজীরন ইমান আলী সাহিত্য পরিষদের যাত্রা শুরু

কর্তৃক xVS2UqarHx07
230 ভিউজ

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি মোঃ হাসান আলী:

বৃহস্পতিবার সকালে ফতেপুর গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বেগম রোকেয়া দিবসের আলোচনা সভায় গাজীরন ইমান আলী সাহিত্য পরিষদের শুভ সূচনা করা হয়।

গাজীরননেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী আব্দুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কানাইডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল কাদের, ফতেপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান মোহাম্মদ। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, গাজীরননেছা বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক খালিদ মাহামুদ, নাসরিন সুলতানা, ছমির উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে বেগম রোকেয়া রচনা প্রতিযোগিতায় ৩জন ছাত্রীকে পুরষ্কার দেওয়া হয়। অনুষ্ঠান শেষে আবুল কালাম আজাদকে সভাপতি ও তারিকুল ইসলামকে সাধারন সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট গাজীরন ইমান আলী সাহিত্য পরিষদের কমিটি গঠন করা হয়। গাজীরননেছা বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রহমানকে এই কমিটির প্রধান উপদেষ্টা করা হয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন