মহেশপুর প্রতিনিধি মোঃ হাসান আলী:
বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ভাবদিয়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে বিষ প্রয়োগ করে প্রায় সাত লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দুষ্কৃতকারীরা।
ভাবদিয়ে গ্রামের আয়ুব হোসেনের ছেলে ভুক্তভোগী শাহীন মৎস্য হ্যাচারির সত্বাধিকারী শাহীন আলম জানান, দীর্ঘদিন ধরে ৮ বিঘা জমির উপর দুটি পুকুর লিজ নিয়ে তিনি মাছ চাষ করে আসছেন। এ বছর তিনি ওই পুকুরে রুই, কাতলা, টেংরা,তেলাপিয়া,পুঁটিসহ দেশীয় বিভিন্ন জাতের মাছ চাষ করেছেন। এতে তার প্রায় ৫ লাখ টাকা খরচ হয়েছে। কিছু দিনের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠতো। মঙ্গলবার রাতে তার বাড়ির সামনে ৩ বিঘা একটি পুকুরে বিষ দিয়ে দুষ্কৃতকারীরা চলে যায় এতে তার সাত লক্ষাধিক টাকার মাছ মারা যায়।
এই ঘটনার পরে থেমে থাকেনি দুষ্কৃতকারীরা বুধবার রাতে আবার তালসার ও জেলেপুতার মাঠের মাঝে একটি ৫ বিঘা পুকুরে বিষ দিতে এসে পাহাড়াদার মোঃ শামসুল হকের উপর আক্রমণ চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতকারীরা।
বৃহস্পতিবার সকালে পুকুরের পাড়ে বিষের বোতল পড়ে থাকতে দেখে তিনি পুকুরের দিকে খেয়াল করে দেখেন পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে।এতে তার প্রায় সবমিলিয়ে মোট ৭লাখ টাকার ক্ষতি হয়েছে। নিরাপত্তাহীনতায় ভুগছে পুকুরে মালিক ও পাহাড়াদারা।
এ ঘটনায় মহেশপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, অভিযোগ হয়েছে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।