Home » মাদক সেবনের অভিযোগে তিনজনের কারাদণ্ড, মোবাইল কোর্টের অভিযান

মাদক সেবনের অভিযোগে তিনজনের কারাদণ্ড, মোবাইল কোর্টের অভিযান

কর্তৃক xVS2UqarHx07
76 ভিউজ

মাদক সেবনের অভিযোগে তিনজনের কারাদণ্ড, মোবাইল কোর্টের অভিযান

মেহেরপুরে মাদক সেবনের অভিযোগে মোবাইল কোর্টের অভিযানে তিনজনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমানের নেতৃত্বে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মেহেরপুরের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে গোভীপুর মাধ্যমিক বিদ্যালয়ের পূর্ব পাশে নদীর তীরসংলগ্ন একটি বাগান থেকে গাঁজা সেবনরত অবস্থায় চারজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(৫) ধারায় একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং অপর তিনজনের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানানো হয়, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং মাদক সেবন ও কারবারে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন