আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুরের মুজিবনগর উন্নয়ন সোসাইটির উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালের দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালীতে মুজিবনগর উন্নয়ন সোসাইটির কার্যালয় উদ্বোধন করা হয়।
মুজিবনগর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা সেলিম রেজা মিঠু ফিতা কেটে মুজিবনগর উন্নয়ন সোসাইটি উদ্বোধন করেন। এ সময় সেখানে দু’আ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে মুজিবনগর উন্নয়ন সোসাইটি পরিচালক জাকির হোসেন, অবসরপ্রাপ্ত ব্যাংকার সাদ আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, সাদেক আলী, ইউপি সদস্য হাবিবুর রহমান, আতিকুর রহমান, ইউপি সদস্যের শিউলী খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন। মুজিবনগর উন্নয়ন সোসাইটি আত্মপ্রকাশ উপলক্ষে পরে একটি র্যালী বের করা হয়। র্যালীটি মোনাখালী বাজার প্রদক্ষিণ করে।