Home » মুজিবনগর উপজেলায় এক ব্যক্তির মৃত্যু ও আহত হয়েছে

মুজিবনগর উপজেলায় এক ব্যক্তির মৃত্যু ও আহত হয়েছে

কর্তৃক xVS2UqarHx07
205 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ-দর্শনা সড়কে পথদুর্ঘটনায় শহিদুল ইসলাম নামের এক ব্যক্তির মৃত্যু ও আহত হয়েছে মহাব্বত নামের একজন।

বুধবার দিবাগত রাত আহত অবস্থায় শহিদুল কে কুষ্টিয়া নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত শহিদুল ইসলাম মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের তাহেরুল ইসলামের ছেলে। এবং আহত মহাব্বত একই গ্রামের ইন্দুর ছেলে।

শহিদুল ও মহব্বত সন্ধ্যার দিকে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে কেদারগঞ্জ আসার পথে বল্লভপুর মোড় এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে দুজনকে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর শহিদুলের অবস্থার অবনতি ঘটে। পরে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফাড করেন। মুমূর্ষ অবস্থায় তাকে কুষ্টিয়া নেওয়ার পথে পথিমধ্যে তার মৃত্যু হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন