ডেস্ক রিপোর্টার
মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর ইটভাটা সংলগ্ন সড়ক থেকে মঙ্গলবার রাত ৯টার দিকে অপহৃত যুবক মোঃ মাহিদ হোসেন (২২)-কে মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে উদ্ধার করেছে জেলা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (০৭ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খানের নেতৃত্বে জেলা পুলিশের একটি বিশেষ দল সদর উপজেলার পিরোজপুর এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণকৃত মাহিদ হোসেনকে সফলভাবে উদ্ধার করে।
উদ্ধারকৃত মাহিদ হোসেন বাবুপুর গ্রামের বাসিন্দা। তিনি আমির হোসেন ও রেশমা বেগমের ছেলে।
বর্তমানে উদ্ধার হওয়া ভিকটিম মাহিদ হোসেন জেলা পুলিশের হেফাজতে রয়েছেন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
পুলিশের দ্রুত ও সফল অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী।
