আজকের মেহেরপুর ডেক্স:
মুজিবনগরে নদ, নদী,খাল বিল,পুকুর থেকে বিলুপ্তপ্রায় দেশজ মাছ – কৈ, শিং, মাগুর, গুলসা, পাবদা, টেংরা ইত্যাদি মাছের উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণের সক্ষমতা বৃদ্ধি বিষয়ে উপজেলার মৎস্য চাষী ও খামারীদের ৪ দিন ব্যাপি প্রশিক্ষণ শুরু হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাইকা এবং মুজিবনগর উপজেলা পরিষদের আয়োজনে মুজিবনগর উপজেলা অডিটরিয়ামে এই ৪ দিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধন অনুষ্ঠানে মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার সুজন সরকারের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন। প্রথম দিনে উপজেলার মৎস্য চাষী ও খামারিদের প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগের ইউ ডি এফ নুরুল ইসলাম, মুজিবনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা (এনএটিপি-২) নাজমুস সাকিব। ৪ দিন দিনব্যাপী এই প্রশিক্ষণে উপজেলার ৩০ জন মৎস্য চাষী ও খামারি অংশগ্রহণ করছেন।