নিজস্ব প্রতিবেদক:
মুজিবনগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে উপজেলার বাগোয়ান ইউনিয়নের মুজিবনগর আটকবর সড়কের হরেনের বটতলা নামক স্হান থেকে ৩০বোতল ভারতীয় ফেনসিডিল সহ সবুর নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মুজিবনগর থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ১১ টার সময় মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেলের নির্দেশে এস আই সজিব, এ এস আই নাজমুল, এ এস আই আসাদ সহ পুলিশের একটি দল মুজিবনগর আটকবর সড়কের হরেনের বট তলা নামক স্থানে মাদকবিরোধী অভিযান চালায়।
এসময় চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রামের রমজান আলির ছেলে আব্দুর সবুরকে ৩০ বোতল ফেনসিডিল আটক করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তার বিরুদ্ধে মাদক আইনে মামলার দিয়ে কোর্ট প্রেরণের প্রস্তুতি চলছিল।