নিজস্ব প্রতিবেদক:
ধর্ষণকারীদের রক্ষার স্বার্থে বাদী ও বিবাদী পক্ষে আইনজীবীদ্বয়ের যোগসাজোশ মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেস্টার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং মামলার মূল ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য দায়ী আইনজীবীদের সনদ বাতিল ও শিশু উজালার ধর্ষণকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে প্রতিবাদী ছাত্র জনতা। আজ রবিবার সকাল সাড়ে দশটার দিকে মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ধর্ষণকারী আসামিদের জামিনের প্রতিবাদে এ্যাডভোকেট কামরুল ইসলাম ও পারভীন সুলতানা আইনজীবীর সনদ বাতিলের দাবিতে প্রতিবাদী ছাত্ররা বক্তব্য রাখেন। তারা বলেন ধর্ষণকারী ও যারা জামিন করেছে তারা একই অপরাধের অপরাধী। আগামী ২৪ ঘন্টার ভিতরে ধর্ষণকারীদের জামিন কারি আইনজীবীদের সনদের বাতিল না করলে পরবর্তীতে তারা কঠোর আন্দোলন করবে বলে হুঁশিয়ারি দেন। এ সময় প্রতিবাদী ছাত্র, জনতার মধ্যে উপস্থিত ছিলেন, নাসিম, মুন্না, বিপ্লব ও গাফফার সহ প্রতিবাদী ছাত্র-জনতা।