Home » মেহেরপুর আমঝুপিতে বন্ধুদের সাথে প্রাইভেটকারে রেস ভয়াবহ দুর্ঘটনায়, আহত ২।

মেহেরপুর আমঝুপিতে বন্ধুদের সাথে প্রাইভেটকারে রেস ভয়াবহ দুর্ঘটনায়, আহত ২।

কর্তৃক xVS2UqarHx07
75 ভিউজ

আমঝুপি অফিস:

মেহেরপুর সদর উপজেলার মেহেরপুর চুয়াডাঙ্গা রোডে আমঝুপি বাজারে ভয়াবহ দুর্ঘটনায় ফেরদৌস আহমেদ (১৮) ও ওহি (১৯) নামের দুই যুবক আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৯আগষ্ট) রাত ২:৩০ মিনিট এ দুর্ঘটনা ঘটে।

আহত ফেরদৌস আহমেদ চুয়াডাঙ্গা সিনেমা হলপাড়ার হাফিজউদ্দিনের ছেলে। অপর আহত ওহি চুয়াডাঙ্গার পলাশপাড়ার বাসিন্দা। তার পিতার নাম জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুটি প্রাইভেটকার বেপরোয়া গতিতে চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরের দিকে আসছিল। তারা রেস খেলছিল বলে ধারণা করা হচ্ছে। এ সময় একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-খ-১২-৮৯-৭৯) নিয়ন্ত্রণ হারিয়ে আমঝুপি বাজারে মার্সেল শোরুমের পাশে ধুলু মিয়ার চায়ের দোকানে ধাক্কা মারে। এতে চায়ের দোকানটি ভেঙে গুঁড়িয়ে যায় এবং গাড়িটি গিয়ে একটি পাকুড় গাছে ধাক্কা খায়।

দুর্ঘটনার ফলে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। তবে রেসে অংশগ্রহণকারী অপর প্রাইভেটকার চালক আহত দুই যুবককে উদ্ধার করে চুয়াডাঙ্গা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন