আমঝুপি অফিস:
মেহেরপুরের কৃতি সন্তান ফরিদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ(ওসি)নির্বাচিত হয়েছেন। ফরিদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ(ওসি) নির্বাচিত হলেন মেহেরপুর সদর উপজেলা আমঝুপি ইউনিয়ন পরিষদস্থ (ইউপি), আমঝুপি গ্রামের কৃতি সন্তান শহিদুল ইসলাম।
ফরিদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হলেন মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।
মঙ্গলবার (৮/১২/২১ইং) ফরিদপুর পুলিশ লাইন হলরুমে অনুষ্ঠিত নভেম্বর ২০২১ খ্রি: মাসের মাসিক কল্যাণ ও অপরাধ সভায় তাকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে ঘোষনা করেন ফরিদপুরের পুলিশ সুপার জনাব মো. আলিমুজ্জামান (বিপিএম-সেবা)। এ সময় তাকে আর্থিক পুরস্কার প্রদান করা হয়।
এ সময় পুলিশ সুপার বলেন যোগ্যতা সম্পন্ন পুলিশ অফিসারদের দেশ গড়ার কাজে নিয়োজিত হতে হবে এবং সৎ যোগ্য ও নিষ্ঠাবান পুলিশ অফিসারদের বিশেষ ভাবে সম্মানিত করা হবে।