মেহেরপুর অফিস:
মেহেরপুর পৌর এলাকার কালাচাঁদপুর গ্রামের সেই উলফাতুন্নেছা (৭৫)এবার থাকার জন্য ঘর পাচ্ছেন। উলফাতুন্নেছা কালাচাঁদপুর গ্রামের আব্দুর রহমানের স্ত্রী। “বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না ” প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে সহায়ক হিসেবে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) সারাদেশে প্রতিটি থানায় একটি করে হতদরিদ্র পরিবারকে গৃহ নির্মাণ করে দেয়ার প্রকল্প গ্রহণ করেছেন।
তারই আলোকে মেহেরপুর পুলিশ সুপার মোঃ রাফিউল আলম কালাচাঁদপুর গ্রামের উলফাত নেছাকে ঘর নির্মাণ করে দিচ্ছেন। সে লক্ষ্যে সোমবার ঘরের ভিত্তি স্থাপন করা হয়েছে।
পুলিশ সুপার মোঃ রাফিউল আলম উপস্থিত থেকে ঘর নির্মাণের শুভ সূচনা করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, সদর থানার ওসি শাহ দারা খান, সেকেন্ড অফিসার আব্দুল মতিন প্রমূখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য হতদরিদ্র উলফাতুন্নেছার থাকার কোন জায়গা ছিল না। অন্যের ঘরে বসবাস করতেন। ইতোপূর্বে মেহেরপুর সদর থানার সেকেন্ড অফিসার শরীফ হাবিব বিষয়টি জানার পর ওই ঘরে ভালোভাবে থাকার জন্য লেপ-তোষক, খাটসহ আনুষঙ্গিক জিনিস প্রদান করেছিলেন।