Home » মেহেরপুর জামায়াতে ইসলামী ৫ দফা দাবিতে স্মারকলিপি প্রদান

মেহেরপুর জামায়াতে ইসলামী ৫ দফা দাবিতে স্মারকলিপি প্রদান

কর্তৃক xVS2UqarHx07
49 ভিউজ

আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করাসহ ৫ দফা দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মেহেরপুর জেলা জামায়াতে ইসলামী। আজয রবিবার (১২ অক্টোবর) সকাল ১০টায় মেহেরপুর শহিদ সামসুজ্জোহা পার্ক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান সড়ক পদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রঙ্গনে সমাবেশ হয়। সমাবেশ শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপপি প্রদান করা হয়।

মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ও মেহেরপুর-১ আসনের প্রার্থী মাওলানা তাজউদ্দিন খান। এ সময় আরও উপস্থিত ছিলেন , মেহেরপুর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হুসাইন, মেহেরপুর শ্রমিক ফেডারেশনের জেলা সভাপতি আব্দুর রউফ মুকুল, রাজনৈতিক সেক্রেটারি কাজি রুহুল আমিন, মেহেরপুর সদর উপজেলা আমির সোহেল রানা, সদর উপজেলার সেক্রেটারী ও আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী জাব্বারুল ইসলাম মাষ্টার, মেহেরপুর পৌর আমির সোহেল রানা ডলার, গাংনী উপজেলা আমির ডাঃ রবিউল ইসলাম, গাংনী উপজেলা সেক্রেটারী জাহাঙ্গীর আলম, গাংনী পৌর আমির আহসান আলী, মুজিবনগর উপজেলা আমীর মাও. খানজাহান আলী, উপজেলা নায়েবে আমীর মাওলানা ফিরাতুল ইসলাম, উপজেলা সেক্রেটারি ও জেলা প্রচার মিডিয়া সেক্রেটারি মোঃ খাইরুল বাসারসহ জামায়াতে ইসলাম, কমৃবৃন্দ।

পরে জেলা প্রশাসক ড. মুহাম্মদ আবদুল ছালামের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদানের আগে জেলা জামায়াতের পক্ষ থেকে গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা ও জনগণের অধিকার নিশ্চিতের লক্ষ্যে পাঁচ দফা দাবি পড়ে শোনানো হয়।

দাবিগুলো হলো, জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন, জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালু, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচারের ব্যবস্থা, স্বৈরাচারপন্থী দলসমূহ, বিশেষ করে জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।

০ মন্তব্য

You may also like

মতামত দিন