আমঝুপি অফিস:
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার উদ্যোগে গহরপুর ও বলিয়ারপুর এলাকায় গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৫টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর-১ আসনের প্রার্থী জেলা আমির মাওলানা তাজউদ্দিন খানের নেতৃত্বে ইউনিয়নের প্রধান প্রধান সড়ক, হাট-বাজার ও দোকানপাটে এ গণসংযোগ কর্মসূচি পালিত হয়। স্থানীয় জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতি ও সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে কথা বলেন। এসময় তিনি জনগণের দুঃখ-দুর্দশা দূরীকরণে জামায়াতে ইসলামীকে সমর্থন দেওয়ার আহ্বান জানান।
গণসংযোগে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা শাখার নায়েবে আমির মাওলানা মাহবুব উল আলম,সদর উপজেলা আমির মাওলানা সোহেল রানা, মেহেরপুর সদর উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি আবুল হোসেন, সেক্রেটারি ও আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জাব্বারুল ইসলাম মাস্টার, সদর ওলামা মাসায়েক প্রকাশনা সম্পাদক মাওলানা ইয়াছিন আলী, পিরোজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মিয়ারুল ইসলাম, সেক্রেটারি জমিরুল ইসলাম, বলিয়ারপুর ইউনিট সভাপতি শাহিন, আশরাফুল প্রমুখ।
এছাড়া পিরোজপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরাও কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
কর্মসূচি শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে মাওলানা তাজউদ্দিন খান বলেন, “দেশে ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। জনগণের ভালোবাসা ও সহযোগিতাই আমাদের শক্তি।”