মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুর জেলা ন্যাশনাল চিলড্রেনস ট্রাস্কফোর্স এনসিটিএফ এর বাল্যবিবাহ প্রতিরোধ ক্যাম্পেইনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলের দিকে মেহেরপুর শহরের বড় বাজার ক্যাফে কোলাহলের হলরুমে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় মেহেরপুর জেলা এনসিটিএফ এর সভাপতি ফাহিম রুমির সভাপতিত্বে, বাল্যবিবাহ প্রতিরোধে কিভাবে এনসিটিএফ কাজ করবে এবং আগামীকাল বাল্যবিবাহ প্রতিরোধ ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন মেহেরপুর জেলা এনসিটিএফ এর সাবেক সভাপতি ও মেহেরপুর নিউজ এর স্টাফ রিপোর্টার এসএম মেহেরাব হোসেন, এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা এনসিটিএফ এর সাধারণ সম্পাদক নুসরাত শারমিন, মেহেরপুর সদর উপজেলা এনসিটিএফ এর সভাপতি মুশফিকুর রহমান রিয়াদ, জেলা এনসিটিএফ ভলেন্টিয়ার এস এম আব্দুল মান্নাফ।
এসময় সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা এনসিটিএফ’র চাইল্ড পার্লামেন্ট মেম্বার শেখ রাফি, যুগ্মসাধারণ সম্পাদক র্যামী, সহ-সভাপতি নওরিন জাহান, মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় এনসিটিএফ কমিটির সভাপতি কাওছার আহমেদ, সদরউপজেলা এনসিটিএফ এর যুগ্মসাধারণ সম্পাদক নিরব প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।