Home » মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন

মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন

কর্তৃক xVS2UqarHx07
257 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন সাইফুল ইসলাম।

বুধবার সন্ধ্যায় বদলী জনিত কারণে মেহেরপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে তিনি যোগদান করেন।

সাইফুল ইসলাম রাজবাড়ী জেলার পাংশা থানার বাসিন্দা। তিনি পাংশা বিশ্ববিদ্যালয় থেকে মার্স্টার্স করেছেন। তিনি দুই কন্যা সন্তানের জনক।

সাইফুল ইসলাম ২০০৭ সালে ৩০তম আউট সাইড ক্যাডেট হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। ২০১৭ সালে তিনি পুলিশ পরিদর্শক হিসেবে পদোন্নতি লাভ করেন।

তিনি প্রথমে ফরিদপুরে প্রায় ১২ বছর এবং সর্বশেষ শরিয়তপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

একই সাথে ডিবি পুলিশের ওসি জুলফিকার আলীকে মেহেরপুর সদর থানার তদন্ত ইন্সপেক্টর হিসেবে বদলী করা হয়েছে। জুলফিকার আলী ২০২০ সালের ১০ মে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন