আমঝুপি অফিস:
মেহেরপুর জেলা পুলিশের কনস্টেবল থেকে নায়েক পদে পদোন্নতি প্রাপ্ত সদস্যকে ব্যাজ র্যাংক পরান মেহেরপুর জেলা পুলিশ সুপার। মঙ্গলবার সকালের দিকে মেহেরপুর জেলা পুলিশ সুপারের কক্ষে ব্যাচ পরানো হয়।
মেহেরপুর পুলিশ সুপার মাকসুদা আকতার খানম, পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ জামিনুর রহমান খান র্যাংক ব্যাজ পরিয়ে দেন। র্যাংক ব্যাচ পরানোর পর পুলিশ সুপার মাকসুদ আক্তার খানম নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য পদোন্নতি প্রাপ্ত এ এস আই এর প্রতি আহ্বান জানান।