আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলার ইনোভেশন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেহেরপুরের মাসিক ইনোভেশন কমিটির সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জাহিদ মালিক, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক কে এম শাহীন কবীর। আলোচনা সভায় জুমের মাধ্যমে বক্তব্য রাখেন পুলিশ সুপার রাফিউল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, সিভিল সার্জন ডাঃ জওয়াহরুল আনাম সিদ্দিকী।