Home » মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পবিত্র ঈদুল আযহার প্রস্তুতি সভায়

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পবিত্র ঈদুল আযহার প্রস্তুতি সভায়

কর্তৃক xVS2UqarHx07
160 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায় মেহেরপুর পৌর ঈদগাহ মাঠে। দ্বিতীয় প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে পুরাতন ঈদগা মাঠের সকাল ৮ -১৫ মিনিটে।

এছাড়াও সকাল সাড়ে ৮টায় কোট জামে মসজিদে। সকাল সাড়ে ৭ টায় থানা জামে মসজিদ। সকাল পৌনে ৯টায় মহিলাদের ঈদের জামাত অনুষ্ঠিত হবে।মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পবিত্র ঈদুল আযহার প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে সিভিল সার্জন ডাঃ জওয়াহেরুল আনাম সিদ্দিক, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হুদা, অতিরিক্ত পুলিশ সুপার ও অপু সরোয়ার,পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, মেহেরপুর জেলা আনসার কমান্ড্যান্ট সাহাদাত হোসেন, মেহেরপুর জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি রোকনুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভায় অন্যদের মধ্যে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জাহিদুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক শাহীন কবীর, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, সদর উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন,গাংনী উপজেলা নির্বাহি অফিসার মৌসুমী খানম, গাংনী পৌর মেয়র আহমেদ আলী,ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি নুরুল আহমদ প্রমূখ উপস্থিত ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন