মেহেরপুর প্রতিনিধি :
মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে “দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান ” শীর্ষক প্রকল্পের শিক্ষার্থী এবং ৩ দিনের প্রাক-বহির্গমন ওরিয়েন্টশন কোর্সের বিদেশগামী কর্মীদের সাথে মত বিনিময়।
বৃহস্পতিবার ২ টার সময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি নাজমুল হুদা অতিরিক্ত জেলা প্রশাসক।
সভাপতিত্ব করেন মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার।
আয়োজনে মেহেরপুর কারিগরি শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্রাইভিং উইথ অটো মেকানিক্স কোর্সে এর ইন্সট্রাক্টর আমির হোসেন। প্রশিক্ষক হাবিবুল ইসলাম প্রমুখ।
এসময় মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি এর অন্যান্য প্রশিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।