আমঝুপি অফিস:
মেহেরপুর থেকে কুষ্টিয়া-রাজবাড়ী হয়ে সরাসরি ঢাকা গাবতলীতে নতুন বিআরটিসি বাস সার্ভিস চালু হয়েছে। শুক্রবার বিকেলে এ সার্ভিসের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়ার আকরাম শাকাপি ইবনে সাজ্জাদ ও মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম।
প্রতিদিন সকাল ৯টা ও রাত ৯টায় মেহেরপুর থেকে ঢাকা গাবতলীর উদ্দেশে দুটি এসি বাস ছেড়ে যাবে। জনপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা।
দোয়া ও মোনাজাতের মাধ্যমে নতুন এ বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। এ সময় মেহেরপুর বিআরটিএ কাউন্টারের ম্যানেজার রাশিদুজ্জামান খাঁন প্রদীপ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।