মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুর থানা পুলিশের অভিযানে ১১০(একশত দশ) গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ ১জনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫আগস্ট-২২) মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের মাদক বিরোধী অভিযান চালিয়ে মনিরুল ইসলামের ছেলে মোঃ সোহেল রানা (২৫) নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। মেহেরপুর জেলার পুলিশ সুপার মোঃ রাফিউল আলমের তত্ত্বাবধানে মোঃ জামিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এবং অপু সরোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এর দিক নির্দেশনায় মেহেরপুর থানার অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দীন আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে মেহেরপুর সদর থানায় কর্মরত এসআই(নিঃ) সনজীব বিশ্বাস এর নেতৃত্বে মেহেরপুর থানা পুলিশের একটি চৌকস টিম মেহেরপুর সদর থান এলাকায় মাদক উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান ডিউটি করাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের তথ্য জানতে পেরে তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থলে পৌছানো মাত্রই পুলিশ দেখে আসামী দৌড়ে পালানোর চেষ্টাকালে পুলিশ টিমের অফিসার ও ফোর্সের সহায়তায় আসামী ১। মোঃ সোহেল রানা(২৫), পিতা- মোঃ মনিরুল ইসলাম (পালক পিতা- মোঃ হামিদুল ইসলাম), মাতা-মোছাঃ শাহিনুর খাতুন, গ্রাম- আমঝুপি কুঠিপাড়া , উপজেলা/থানা- মেহেরপুর সদর, জেলা -মেহেরপুরকে, ১১০(একশত দশ) গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেফতার করে।
আসামীর বিরুদ্ধে মেহেরপুর থানার মামলা নং-৩০, তাং-২৫/০৮/২০২২ খ্রিঃ, ৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ধারায় মামলা রুজু করে বিচারের নিমিত্তে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।