Home » মেহেরপুর থানার আলোচিত ছু’রি’কাঘাত মামলার প্রধান আসামি অবশেষে পুলিশের গ্রেপ্তার।

মেহেরপুর থানার আলোচিত ছু’রি’কাঘাত মামলার প্রধান আসামি অবশেষে পুলিশের গ্রেপ্তার।

কর্তৃক ajkermeherpur
60 ভিউজ

আমঝুপি অফিস:

মেহেরপুর সদর থানার আলোচিত ছু’রি’কাঘাত মামলার প্রধান আসামি মিয়ারুল ইসলাম (২৪) অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে।

জানা গেছে, গত ২৩ জুলাই ২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ১১টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালের প্রধান গেট সংলগ্ন সড়কে পারিবারিক পূর্ব শত্রুতার জেরে মিয়ারুল ইসলাম ভিকটিম হাসিবুর রহমান সাগর (৩২)-কে লক্ষ্য করে গলায়, বুকে ও হাতে ধা’রালো চা’কু দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে ভিকটিম র’ক্তা’ক্ত জ’খ’ম হয়ে গু’রু’তর আহত হন।

ঘটনার তিনদিন পর, গত ২৬ জুলাই সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার প্রেক্ষিতে ২৭ জুলাই ২০২৫ ইং তারিখে মেহেরপুর সদর থানা পুলিশ প্রধান আসামি মিয়ারুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, “ঘটনাটি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করে দ্রুতই অপরাধীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

০ মন্তব্য

You may also like

মতামত দিন