Home » মেহেরপুর দক্ষতা উন্নয়ন কোর্সের ৫ম ব্যাচের সপ্তাহব্যাপী প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ

মেহেরপুর দক্ষতা উন্নয়ন কোর্সের ৫ম ব্যাচের সপ্তাহব্যাপী প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ

কর্তৃক xVS2UqarHx07
175 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুর পুলিশ লাইন্স ড্রিলসেড মিলনায়তন অনুষ্ঠিত বাংলাদেশ পুলিশের সকল সদস্য ও পদমর্যাদা ভিত্তিক প্রশিক্ষণের আওতাভুক্ত নায়েক ও কনস্টেবলদের “দক্ষতা উন্নয়ন কোর্সের ৫ম ব্যাচের সপ্তাহব্যাপী প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। মেহেরপুরের পুলিশ সুপার মোঃ রাফিউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করেন। সমাপনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান কর্মক্ষেত্রে যথাযথভাবে প্রয়োগের মাধ্যমে প্রত্যেক পুলিশ সদস্যকে আরো পেশাদার এবং আরো আন্তরিকভাবে কাজ করার আহবান জানান পুলিশ সুপার মোঃ রাফিউল আলম।

০ মন্তব্য

You may also like

মতামত দিন