Home » মেহেরপুর প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে বিশ্ব দুগ্ধ দিবস শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুর প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে বিশ্ব দুগ্ধ দিবস শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

কর্তৃক xVS2UqarHx07
173 ভিউজ

আমঝুপি অফিস:

মেহেরপুর প্রাণিসম্পদ ও সমবায় অফিসের উদ্যোগে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন উপলক্ষে দুগ্ধ ও মাংস উৎপাদনের মাধ্যমে গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপকারভোগীদের মাঝে চেক বিতরণ এ বিষয়ে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল বেলা দশ টার সময় মেহেরপুর প্রাণিসম্পদ অফিসে সামনে থেকে শোভাযাত্রাটি মেহেরপুর শিল্পকলা একাডেমী গিয়ে শেষ হয়- অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা প্রশাসন ডা’ মনসুর আলম খান- ভার্চুয়াল এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও মেহেরপুর এক আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন এম পি- বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষি সাইদুর রহমান- ডাক্তার শারমিন আক্তার রত্না অনুষ্ঠান পরিচালনা করেন ডাক্তার বশির আহমেদ এসময় খামারিদের মাঝে সাতটি 60 টি ঘাস কাটা মেশিন খামারিদের মাঝে বিতরণ করেন এ অর্থায়ন করেন 30% সিআইজ(166000) এবং70% প্রকল্প সহায়তা(387500) 2টি সিআইজিতে চলতি অর্থবছরে 5 টি সিআইজিতে মাঠ 150টি চাপ ঘাস কাটা মেশিন বিতরণ করা হবেl এই প্রকল্পের সহায়তা পরিমাণ হচ্ছে 2924000/ টাকা আরো উপস্থিত ছিলেন মেহেরপুর প্রাণিসম্পদ অফিসের কর্মচারী কর্মকর্তাগণ প্রমূখ এসময় জেলার বিভিন্ন সুবিধাভোগী কৃষকরা উপস্থিত ছিলেনl

০ মন্তব্য

You may also like

মতামত দিন