Home » মেহেরপুর বড় বাজারে মূল্য তালিকা না থাকায় গ্যাস ব্যবসায়ীকে জরিমানা

মেহেরপুর বড় বাজারে মূল্য তালিকা না থাকায় গ্যাস ব্যবসায়ীকে জরিমানা

কর্তৃক ajkermeherpur
118 ভিউজ

স্টাফ রিপোর্টার মেহেরপুর:

মেহেরপুর শহরের বড় বাজারে গ্যাসের দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে বড় বাজার এলাকায় অবস্থিত মিল্টন ট্রেডার্সে অভিযান চালিয়ে দোকানটির মালিক মিল্টনকে এক হাজার টাকা জরিমানা করা হয়। মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবির আনসারী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দোকানে গ্যাসের মূল্য তালিকা দৃশ্যমানভাবে প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় এই জরিমানা আরোপ করা হয়। অভিযানের সময় বড় বাজারের অন্যান্য গ্যাস বিক্রয় কেন্দ্রও তদারকির আওতায় আনা হয়।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। কোনো ব্যবসায়ী নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে গ্যাস বিক্রি করলে কিংবা ভোক্তা অধিকারবিরোধী কোনো কার্যক্রমে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

ভোক্তা পর্যায়ে স্বচ্ছতা ও ন্যায্য মূল্য নিশ্চিত করতে প্রশাসনের এমন অভিযান নিয়মিতভাবে চলবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন