Home » মেহেরপুর ভৈরব ক্লাবের উদ্যোগে গোভিপুর প্রিমিয়ার গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্টে আমঝুপি বয়েজ চ্যাম্পিয়ন

মেহেরপুর ভৈরব ক্লাবের উদ্যোগে গোভিপুর প্রিমিয়ার গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্টে আমঝুপি বয়েজ চ্যাম্পিয়ন

কর্তৃক xVS2UqarHx07
290 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুর সদর উপজেলার গোভিপুর ভৈরব ক্লাবের উদ্যোগে গোভিপুর প্রিমিয়ার গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্টে আমঝুপি বয়েজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

শুক্রবার গোভিপুর মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় আমঝুপি বয়েজ ৬ উইকেটে দিঘীরপাড়ায় একাদশকে পরাজিত করে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে দিঘীরপাড়া একাদশ ১৪.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৫ রান সংগ্রহ করে।

দলের পক্ষে আকবর ৩৭ সাগর ১৯ রান করেন। আমঝুপি পক্ষে রবিন ৩টি, আতিক ও হাবিবুল্লাহ দুটি করে উইকেট লাভ করেন। জবাবে খেলতে নেমে আমঝুপি ৮ বল বাকি থাকতে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে হাবিবুল্লাহ ৩৬ রান করেন। দিঘীরপাডার পক্ষে শিমুল, রাজন, রজব ও শাকিল একটি উইকেট লাভ করেন।

টুর্ণামেন্টে হাবিবুল্লাহ ম্যান অফ দ্যা ম্যাচ, সোহাগ ম্যান অব দ্যা সিরিজ, আতিক সেরা বলার, সবুজ সেরা ফিল্ডার এবং লালমিয়া সেরা দর্শকের পুরস্কার লাভ করেন। খেলা শেষে মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজের মৃদুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান ও গোভিপুর ভৈরব ক্লাবের সভাপতি শাহজামান এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী খান, ইউপি সদস্য আলমগীর হোসেন লালটু। বক্তব্য রাখেন জাহাঙ্গীর হোসেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন