নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর রাবেয়া মেডিকেল সার্ভিসে এখন থেকে কোন ডাক্তার বসবে না। মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে সদ্য যোগদান করা মেডিকেল অফিসার ডা. আবু হাসান মোহাম্মদ ওয়াহেদ (রানা)কে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার পর বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন বিএমএ-এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
রবিবার বিকালে মেহেরপুর নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মেহেরপুর বিএমএ’র সাধারণ সম্পাদক ডাঃ আবু তাহের সিদ্দিকী এ কথা জানান। তিনি বলেন, মেহেরপুর রাবেয়া মেডিকেল সার্ভিসে এখন থেকে কোন ডাক্তার বসবে না, কেন্দ্রের এমন সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বিবৃতি দেন। বিবৃতিতে ডাঃ আবু তাহের সিদ্দিকী আরোও বলেন, মেডিকেল অফিসার ডা. আবু হাসান মোহাম্মদ ওয়াহেদ (রানা) কে লাঞ্চিত করায় বিএমএ রাবেয়া মেডিকেল সার্ভিসের স্বতাধিকারী আব্দুল লতিফের বিচারের জোর দাবি জানান।