মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
কনকনে শীতের এই সময়ে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
রবিবার বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলামের নেতৃত্বে বারাদী ইউনিয়নের রাজনগর গ্রামে শতাধিক দরিদ্র, দুস্থ ও শীতার্ত মানুষের হাতে কম্বলসহ বিভিন্ন শীতবস্ত্র তুলে দেওয়া হয়। শীতবস্ত্র গ্রহণকারী অনেকেই জানান, শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় এই সহায়তা তাদের জন্য বড় স্বস্তি নিয়ে এসেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সরকারের মানবিক উদ্যোগের অংশ হিসেবে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে, যাতে কোনো মানুষ শীতের কষ্টে অবহেলিত না থাকে। তিনি ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন।
শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান এবং এমন উদ্যোগ আরও বিস্তৃত করার আহ্বান জানান। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
