আমঝুপি অফিস:
মেহেরপুর সদর উপজেলার দিঘির পাড়া গ্রামে কৃষকের একজোড়া হালের বলদ চুরি হয়ে গেছে। শনিবার দিবাগত রাতের কোনো এক সময় হালের বলদ ২টি চুরি হয়ে যায়।
দিঘির পাড়া গ্রামের কামরুল ইসলামের বাড়ি থেকে হালের বলদ দুটি চুরি হয়ে যায়। যার আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা বলে গরুর মালিক জানান। দিঘির পাড়া গ্রামের করিম বিশ্বাসের ছেলে কামরুজ্জামান বলেন মধ্যরাতে ঘুম থেকে উঠে গরু দুটিকে দেখেছি। সকালে উঠে দেখি গরু দুটি নেই। গরু দুটির গলায় ঘুঙ্গুর বাঁধা ছিল। চোরের দল ঘুঙ্গুর দুটি কেটে ফেলে রেখে গেছে। এদিকে গরু চুরি হওয়ার পর খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।