Home » মেহেরপুর সদর উপজেলার আমঝুপি এ আর বি কলেজে তারুণ্যের উৎসব

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি এ আর বি কলেজে তারুণ্যের উৎসব

কর্তৃক xVS2UqarHx07
77 ভিউজ

আব্দুল হামিদ, বার্তা সম্পাদকঃ

 

“এসো দেশ বদলাই, পৃথিবীকে বদলাই”স্লোগানকে ধারণ করে মেহেরপুরের আমঝুপির এ আর বি ডিগ্রি কলেজে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ৯ জানুয়ারি সকালে কলেজের শিক্ষক মিলনায়তনে আয়োজিত এ উৎসব শিক্ষার্থী ও অতিথিদের মিলনমেলায় পরিণত হয়,কলেজের অধ্যক্ষ মোঃআনোয়ারুল জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.শেখ বখতিয়ার উদ্দীন।

দারুস সালাম হীরকের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম নজরুল কবীর এবং মেহেরপুর সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল্লাহ আল আমিন।

উৎসবে বক্তব্য রাখেন কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন ও সদস্য মোঃজাব্বারুল ইসলাম, এছাড়াও এসময় কলেজের শিক্ষক মাহফুজা হোসেন ফারাজী কল্যাণী, মোঃহাবিবুর রহমান,মোঃহাসনাত জামানসহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন