Home » মেহেরপুর সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ, পরিচয় পত্র এবং শীত বস্ত্র বিতরণ

মেহেরপুর সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ, পরিচয় পত্র এবং শীত বস্ত্র বিতরণ

কর্তৃক xVS2UqarHx07
166 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক:

মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ, সুবর্ণ নাগরিকদের পরিচয় পত্র এবং শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ, সুবর্ণ নাগরিকদের পরিচয় পত্র এবং শীত বস্ত্র বিতরণ করা হয়।

জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান উপস্থিত থেকে মেহেরপুর শহর সহ বিভিন্ন এলাকার ৭ জনের মাঝে প্রত্যেককে ৩০ হাজার টাকা করে সুদ মুক্ত ঋণ।৩ জন সুবর্ণ নাগরিকদের পরিচয় পত্র এবং শীত বস্ত্র বিতরণ করেন।সুদমুক্ত ক্ষুদ্র ঋণ, সুবর্ণ নাগরিকদের পরিচয় পত্র এবং শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা,অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বী, মুজিবনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা কর্মকর্তা জাকির হোসেন,মেহেরপুর জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা প্রমূখ উপস্থিত ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন