Home » মেহেরপুর সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে লভ্যাংশ প্রদান

মেহেরপুর সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে লভ্যাংশ প্রদান

কর্তৃক xVS2UqarHx07
277 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক:

মেহেরপুর সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে লভ্যাংশ প্রদান করা হয়েছে।

বুধবার দুপুরের দিকে মেহেরপুর সামাজিক বনায়ন অফিস মিলনায়তনে উপকারভোগীদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ করা হয়। সামাজিক বন বিভাগ কুষ্টিয়া বন সংরক্ষক ছালেহ মোঃ শোহাইব খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৬ জনের মাঝে ২ লক্ষ ৬৬ হাজার ২৫০ টাকার চেক বিতরন করেন।

সামাজিক বনায়ন চুয়াডাঙ্গার সহকারী বন সংরক্ষক ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সভাপতি আমিনুল ইসলাম খোকন। বক্তব্য রাখেন মেহেরপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাফরুল্লাহ, আবু হানিফ বাবু, মিজানুর রহমান হিরন, আব্দুর রশিদ প্রমুখ।

০ মন্তব্য

You may also like

মতামত দিন