আজকের মেহেরপুর ডেক্স:
মেহেরপুর সিভিল সার্জন ডাঃ মোঃ নাসির উদ্দিন অন্যত্র বদলি হওয়ায় বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন বিএমএ’র উদ্যোগে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
রবিবার বিকালের দিকে সিভিল সার্জন অফিস মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদায়ী সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নাসির উদ্দিনকে বিএমএ’র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডাঃ মোঃ রফিকুল ইসলাম, আর এম ও ডাঃ মোঃ মোখলেছুর রহমান, বি এম এ’র সাধারণ সম্পাদক ডাঃ আবু তাহের সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন। মেহেরপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ নাসির উদ্দিনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এডি হিসেবে বদলি করা হয়েছে।