Home » মেহেরপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থীতার ঘোষণা ডা. সজিবুল হকের

মেহেরপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থীতার ঘোষণা ডা. সজিবুল হকের

কর্তৃক ajkermeherpur
384 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন মানবিক ডাক্তার হিসেবে পরিচিত ডা. সজিবুল হক। তিনি মুজিবনগর উপজেলার বল্লভপুর গ্রামের মো. রেজাউল হকের জ্যেষ্ঠ পুত্র। রাশিয়া থেকে চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনা শেষ করে দেশে ফিরে বর্তমানে কুষ্টিয়ার ল্যাবকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি মেহেরপুরসহ আশপাশের অঞ্চলে অসহায় ও দরিদ্র রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করে আসছেন। এ পর্যন্ত তিনি মেহেরপুরসহ সারা দেশে প্রায় ৩৭টি বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প আয়োজন করেছেন। তার এই সমাজসেবামূলক কর্মকাণ্ডের জন্যই স্থানীয়রা তাকে ‘মানবিক ডাক্তার’ নামে সম্বোধন করেন। স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্ত সম্পর্কে ডা. সজিবুল হক বলেন, “ছাত্রজীবন থেকেই আমি নেতৃত্ব দিয়ে আসছি। স্কুলজীবনে প্রায় প্রতিটি শ্রেণিতে আমি ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেছি। স্কাউটে দলপ্রধান হিসেবে কাজ করার সময় প্রেসিডেন্সি অ্যাওয়ার্ডও পেয়েছি। পরবর্তীতে রাশিয়ায় পড়াশোনা করার সময় ইন্টারন্যাশনাল মেডিকেল স্টুডেন্ট কাউন্সিলের দায়িত্ব পালন করেছি। বর্তমানে কুষ্টিয়া জেলা ক্লিনিক হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন ভাইস প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেছি। নেতৃত্ব দেওয়া তাই আমার অভ্যাসে পরিণত হয়েছে।” তিনি আরও বলেন, “ডাক্তারি পেশায় আসার পর থেকে আমি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ৫ আগস্ট সরকারের পতনের পর সাধারণ মানুষের মধ্যে সৎ ও দুর্নীতিমুক্ত নেতৃত্বের চাহিদা বেড়েছে। অনেকেই বলছেন, আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হই, তাহলে আরও বৃহত্তর পরিসরে মানুষের উপকার করতে পারব। এই অনুপ্রেরণা থেকেই আমি স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
তার প্রার্থিতা ঘোষণার পর মেহেরপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে এবং স্থানীয় চায়ের দোকানগুলোতে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেকেই তরুণ এই চিকিৎসককে নতুন নেতৃত্ব হিসেবে দেখছেন। এদিকে আগামী বছরের ফেব্রুয়ারির আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ১৩ নভেম্বর থেকে শুরু হতে পারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের সংলাপ। ইতিমধ্যে জামায়াতে ইসলামী ও বিএনপি তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে, পাশাপাশি অন্তর্বর্তী সরকারও আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন