Home » মেহেরপুরে অভিযান: ৩ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস।

মেহেরপুরে অভিযান: ৩ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস।

কর্তৃক ajkermeherpur
56 ভিউজ

আমঝুপি অফিস:

মেহেরপুর সদর উপজেলার ছেউটিয়া ও কাজলা নদীতে অভিযান চালিয়ে প্রায় তিন লাখ টাকা মূল্যের আড়াই হাজার মিটার চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত মেহেরপুর সদর উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

সরকার নিষিদ্ধ চায়না জুয়ারী জাল পেতে মাছ শিকার করছে গোপন সূত্রে এমন খবর পেয়ে মেহেরপুর সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুন্নার আখিঁর নেতৃত্বে উপজেলা মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তারা সদর উপজেলার এ আর বি কলেজ সংলগ্ন সেউটিয়া নদী থেকে অভিযান শুরু করেন, অভিজানিক দল সেউটিয়া নদী থেকে শুরু করে আমঝুপি কুঠিবাড়ি কাজলা নদী পর্যন্ত ৫৮ টি (২২শ মিটার) চায়না দুয়ারী জাল, ২টি ভেসাল জাল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য প্রায় ৩ লক্ষ টাকা। পরে জালগুলো আমঝুপি কুঠিবাড়ি সংলগ্ন ভৈরব নদীর কিনারে মোবাইল কোর্টের মাধ্যমে আগুন ধরিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন