Home » মেহেরপুরে অশীতিপর পিতাকে আটকে রাখার অভিযোগ: সরেজমিনে তদন্ত করলেন ম্যাজিস্ট্রেট

মেহেরপুরে অশীতিপর পিতাকে আটকে রাখার অভিযোগ: সরেজমিনে তদন্ত করলেন ম্যাজিস্ট্রেট

কর্তৃক xVS2UqarHx07
225 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

অশীতিপর পিতাকে ছোট ভাই তার বাড়িতে আটকে রেখেছে বলে মেহেরপুর সদর আমলি আদালতে অভিযোগ দায়ের করেন মেহেরপুর সদর থানাধীন ফতেপুর গ্রামের আব্দুল কুদ্দুস।

অভিযোগে তিনি আরো উল্লেখ করেন যে, বাবাকে ঠিকমতো খাওয়া-দাওয়া, সেবা শুশ্রুষা এবং চিকিৎসা করছে না আসামি। এমনকি অভিযোগকারী তার বাবাকে দেখতে গেলে এবং বাসায় এনে সেবা যত্ন করতে চাইলেও তাকে দেখা করতে দিচ্ছে না আসামি। আদালত আজ মঙ্গলবার সকালে অভিযোগটি গ্রহণ করে অভিযোগকারীর জবানবন্দি রেকর্ড করেন।

ঘটনাটির বিচার বিভাগীয় তদন্তের আদেশ প্রদান করে আদালতের কাজ শেষে বিকেলেই সংশ্লিষ্ট আদালতের ম্যাজিস্ট্রেট এস, এম, শরিয়ত উল্লাহ সদর থানার একটি পুলিশ টিমসহ সরেজমিনে অভিযোগ তদন্তে ঘটনাস্থলে যান। অভিযোগকারী, স্থানীয় ব্যাক্তিবর্গ এবং পরিবারের সদস্যের জিজ্ঞাসাবাদ করেন। ভিকটিম বৃদ্ধ ব্যাক্তি ও সাক্ষীসহ সংশ্লিষ্টদের জবানবন্দি গ্রহণ করেন। অনুসন্ধান কাজ সম্পন্ন করে আগামী বৃহস্পতিবার পরবর্তী আদেশের জন্য দিন ধার্য করেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন