Home » মেহেরপুরে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

মেহেরপুরে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

কর্তৃক xVS2UqarHx07
301 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপর সদর উপজেলার আশরাফপুর গ্রামে ঘরের আড়ায় ঝুলন্ত আরিফুর রহমান ওরফে টুকুল (৩২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরিফুর রহমান আশরাফপুর গ্রামের বিলপাড়ার হাফেজ উদ্দীনের ছেলে। সে পেশায় রঙমিস্ত্রি।

আজ শনিবার (১৫ জুলাই) দুপুরের দিকে তার নিজ ঘরের আড়া থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছে।

তিনি জানান, ঘরের আড়ার সাথে আরিফুর রহমানের মরদেহটি ঝুলতে দেখে স্থানীয় সাহেবপুর পুলিশ ক্যাম্পে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশের প্রাথমিক ধারণা সে আত্মহত্যা করেছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন