Home » মেহেরপুরে ‘কেমন মেহেরপুর চাই’ শীর্ষক মতবিনিময় সভা এনসিপির ১৩ দফা কর্মসূচি ঘোষণা

মেহেরপুরে ‘কেমন মেহেরপুর চাই’ শীর্ষক মতবিনিময় সভা এনসিপির ১৩ দফা কর্মসূচি ঘোষণা

কর্তৃক ajkermeherpur
57 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

মেহেরপুরের উন্নয়ন ভাবনা নিয়ে সাংবাদিকদের সাথে ‘কেমন মেহেরপুর চাই’ শীর্ষক মতবিনিময় সভা করেছে ন্যাশনাল নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার সকালে মেহেরপুর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় জেলার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান, মাদক নিয়ন্ত্রণ ও সামাজিক উন্নয়নকে কেন্দ্র করে ১৩ দফা কর্মসূচি ঘোষণা করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও জেলার প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট সাকিল আহমাদ।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে— মানসম্মত শিক্ষা ও দক্ষতা উন্নয়নে ডিজিটাল ক্লাসরুম ও আইসিটি ল্যাব স্থাপন, মেহেরপুর বিশ্ববিদ্যালয় ও নার্সিং ইন্সটিটিউট চালুর উদ্যোগ; আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে চিকিৎসক ও ওষুধের প্রাপ্যতা এবং মাতৃ-শিশু স্বাস্থ্যসেবায় বিশেষ ব্যবস্থা; কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত, কৃষিঋণ ও কৃষি বীমা চালু; স্থানীয় শিল্প ও ক্ষুদ্র-মাঝারি উদ্যোক্তা প্রতিষ্ঠা, স্টার্টআপ ফান্ড গঠন; নারী উদ্যোক্তাদের জন্য প্রণোদনা; রেল যোগাযোগ চালু, আঞ্চলিক সড়ক উন্নয়ন; আম, পাট ও কৃষিভিত্তিক শিল্প স্থাপন; মাদক নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা ও খেলাধুলা-সংস্কৃতিতে তরুণদের সম্পৃক্তকরণ; পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করা; দুর্নীতি দমনে জিরো টলারেন্স নীতি; পরিবেশ সংরক্ষণে নদী-খাল পুনরুদ্ধার ও সবুজায়ন কর্মসূচি; ক্রীড়া উন্নয়নে ইউনিয়নভিত্তিক খেলার মাঠ সংরক্ষণ ও ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ।

সভায় আরও জানানো হয়, জেলার উন্নয়ন পরিকল্পনা ও বাজেট নিয়ে আলোচনার জন্য সব দল-মতের প্রতিনিধিদের সমন্বয়ে “মেহেরপুর পার্লামেন্ট” গঠন করা হবে।

কর্মসূচি ঘোষণা শেষে অ্যাডভোকেট সাকিল আহমাদ বলেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনায় অনুপ্রাণিত হয়ে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া এবং একটি শিক্ষিত, স্বাস্থ্যবান, কর্মমুখী ও মাদকমুক্ত মেহেরপুর গড়ে তোলাই এনসিপির লক্ষ্য।”

এসময় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মো: মুজাহিদুল ইসলাম, জেলা যুগ্ম সমন্বয়কারী আসিক রাব্বি, সদস্য মোঃ তামিম ইসলাম, হাসনাত জামান সৈকত, মাহাবুব-ই-তৌহিদ রবিন, আমির হামজাসহ জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন