Home » মেহেরপুরে গণভোট উপলক্ষে প্রশাসনের তদারকি জোরদার

মেহেরপুরে গণভোট উপলক্ষে প্রশাসনের তদারকি জোরদার

কর্তৃক ajkermeherpur
33 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

আজ ৭ জানুয়ারি ২০২৬, গণভোটকে ঘিরে মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে প্রশাসনের তদারকি কার্যক্রম জোরদার করা হয়েছে।
গাংনী উপজেলার গাড়াডোব ও হাড়িয়াদহ এলাকায় সহকারী কমিশনার (ভূমি) জনাব নাবিদ হোসেন এর নেতৃত্বে ভোটকেন্দ্র পরিদর্শন, গণভোটের প্রচারণা পর্যবেক্ষণ এবং আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এ সময় ভোটারদের সাথে কথা বলা, নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
অন্যদিকে মেহেরপুর সদর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) জনাব সুমাইয়া জাহান ঝুরকা এর নেতৃত্বে শ্যামপুর ইউনিয়নের সার ডিলার গোডাউনের কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়।
গোডাউনে সার মজুত, সরবরাহ ও মূল্য নির্ধারণসহ বিভিন্ন দিক যাচাই-বাছাই করা হয়।
একই সঙ্গে সদর উপজেলায় বাজার এলাকা ও জনসমাগমপূর্ণ স্থানে গণভোটের আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।
গণভোটকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন করতে জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন