Home » মেহেরপুরে চলতি এসএসসি পরীক্ষায় জেলার চারটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ফল বিপর্যয়, এগিয়ে রয়েছে প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানগুলো।

মেহেরপুরে চলতি এসএসসি পরীক্ষায় জেলার চারটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ফল বিপর্যয়, এগিয়ে রয়েছে প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানগুলো।

কর্তৃক xVS2UqarHx07
61 ভিউজ

আমঝুপি অফিস:

মেহেরপুরে চলতি এসএসসি পরীক্ষায় জেলার চারটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ফল বিপর্যয় ঘটেছে। তবে ফলাফলে এগিয়ে রয়েছে প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানগুলো।

ফলাফল বিশ্লেষণে জানা গেছে, মেহেরপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে ২৬১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২০৮ জন, ফেল করেছে ৫৩ জন, জিপিএ ৫ পেয়েছে মাত্র ৩৯ জন। পাসের হার ৭৯.৬৯ শতাংশ। মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে ২৭০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২২৮ জন, জিপিএ ৫ পেয়েছে ৬০ জন, পাসের হার ৮১.৮৩ শতাংশ। গাংনী সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৬১ জন পরীক্ষা দিয়ে পাস করেছে মাত্র ৩৩ জন, জিপিএ ৫ পেয়েছে ২ জন। পাসের হার ৫৫ শতাংশ। মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ৮৭ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৭৩ জন। জিপিএ ৫ পেয়েছে ৭ জন। পাসের হার ৮৩ শতাংশ।

এদিকে, মেহেরপুরের প্রাইভেট প্রতিষ্ঠান জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ১২০ জন পরীক্ষা দিয়ে শতভাগ পাস করেছে। জিপিএ ৫ পেয়েছে ৫০ জন। গাংনীর সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৩৮ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১৩৬ জন। জিপিএ ৫ পেয়েছে ৬২ জন।

তিনটি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের কেউ ফোন রিসিভ করেননি। তবে গাংনী সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান লালু বলেন, এ বছর এসএসসির রেজাল্ট একটু খারাপ হয়েছে। এছাড়া অন্য কোনো কথা বলেননি।

চলতি বছর মেহেরপুরের ১৩টি কেন্দ্রে ৬ হাজার ৭১৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৪ হাজার ২১০ জন পাস করেছে। জেলায় পাসের হার ৬২.৭০ শতাংশ।

০ মন্তব্য

You may also like

মতামত দিন