মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামের নওদাপাড়ায় এক রাতে দুটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে ‘চায়ের মাঠ’ নামক স্থানের রিপনের চায়ের দোকানে প্রথম চুরির ঘটনা ঘটে। রাত আনুমানিক দুইটার দিকে রিপন দোকান বন্ধ করে বাড়ি চলে যান। বুধবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৬ টার দিকে এলাকাবাসী দোকানের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। রিপন দ্রুত দোকানে এসে দেখেন, প্রায় পাঁচ হাজার টাকার সিগারেট চুরি হয়েছে।
একই রাতে পাশের আরেকটি মুদিখানার দোকানেও চুরির ঘটনা ঘটেছে। ওই দোকান থেকে নগদ অর্থ ও বিভিন্ন মূল্যবান পণ্য চুরি হয়েছে বলে জানান স্থানীয়রা।
একই রাতে দুটি দোকানে ধারাবাহিক চুরির ঘটনায় এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে। দ্রুত চোর শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি গিয়েছেন ভুক্তভোগী দুই ব্যবসায়ী।