Home » মেহেরপুরে চেক প্রতারণা: ব্যবসায়ীর ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ কোটি টাকার জরিমানা

মেহেরপুরে চেক প্রতারণা: ব্যবসায়ীর ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ কোটি টাকার জরিমানা

কর্তৃক xVS2UqarHx07
844 ভিউজ

চেক প্রতারণা মামলায় মোঃ সাজেদুর রহমান সুমন নামের এক ব্যবসায়ীকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ কোটি ২ লাখ ৭৮ হাজার ৬০০ টাকার অর্থদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে মেহেরপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ-১ম আদালতের বিচারক ইমদাদুল হক এ রায় ঘোষণা করেন।

মামলার সূত্রে জানা যায়, ব্যবসায়িক লেনদেনের অংশ হিসেবে আসামি ভুক্তভোগীর কাছে উল্লেখিত অর্থের একটি চেক প্রদান করেন। কিন্তু ব্যাংকে জমা দেওয়ার পর চেকটি পর্যাপ্ত অর্থ না থাকার কারণে অনাদায়ী হিসেবে ফেরত আসে। পরবর্তীতে আইনগত নোটিশ পাঠানোর পরও অর্থ পরিশোধ না করায় ভুক্তভোগী আদালতে মামলা দায়ের করেন।

দীর্ঘ শুনানি শেষে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে Negotiable Instrument Act 1881-এর ১৩৮ ধারায় ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং চেকের সমপরিমাণ অর্থদণ্ড প্রদান করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মোখলেছুর রহমান স্বপন ও আসামীর পক্ষে খ ম ইমতিয়াজ হারুন বিন জুয়েল।

০ মন্তব্য

You may also like

মতামত দিন