স্টাফ রিপোর্টার মেহেরপুর:
মেহেরপুর অফিসার্স ক্লাবের উদ্যোগে জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার রাতে অফিসার্স ক্লাব মিলনায়তনে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদায়ী জেলা প্রশাসক ও অফিসার্স ক্লাবের সভাপতি ড. মোহাম্মদ আবদুল ছালাম বক্তব্য রাখেন। তিনি মেহেরপুরে দায়িত্ব পালনের সময় কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতা ও স্থানীয় মানুষের ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. আবু সাঈদ, অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আব্দুস সাত্তার এবং যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে বিদায়ী জেলা প্রশাসককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক পার্থ প্রতিম শীল, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া জাহান ঝুরকা, খাদিজা খাতুন, অবির আনসারী, মেহেরপুর সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক খেজমত আলী মালিথ্যা, জেলা তথ্য অফিসার আব্দুল আল মামুন প্রমুখ।

