Home » মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত।

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত।

কর্তৃক ajkermeherpur
263 ভিউজ

মেহেরপুরের গাংনীতে ট্রাকের ধাক্কায় মোখলেচুর রহমান (৬০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে গাংনী উপজেলার সাহারবাটি ইবাদতখানা এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোখলেচুর রহমান সাহারবাটি চারচারা বাজার এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোখলেচুর রহমান গাংনী বাজার থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি সাহারবাটি যাচ্ছিলেন। পথিমধ্যে ইবাদতখানা নামক স্থানে পৌঁছালে গাংনী থেকে ছেড়ে আসা একটি ট্রাক পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাক ও চালককে শনাক্তের চেষ্টা চলছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

০ মন্তব্য

You may also like

মতামত দিন